অধিকৃত পশ্চিম তীরে এ বছর সহিংসতায় প্রাণ হারিয়েছে ২০০ ফিলিস্তিনি ও ৩০ জন ইসরায়েলি। এই সংখ্যা গত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টোর ওয়েন্সল্যান্ড।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে ওয়েন্সল্যান্ড বলেন, পশ্চিম তীরে হতাহতের এই সংখ্যা ২০০৫ সালের পর সবচেয়ে বেশি। তিনি বলেন, নিজেদের ভবিষ্যত নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রগতি না থাকায় সহিংসতা বাড়ছে। ফিলিস্তিন সঙ্কটের রাজনৈতিক সমাধান না হওয়ায় যে শুন্যতা তৈরি হয়েছে উভয় পক্ষের উগ্রপন্থীরা তার সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, পশ্চিম উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনের গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার কথাও তুলে ধরেন টোর ওয়েন্সল্যান্ড।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে ওয়েন্সল্যান্ড বলেন, পশ্চিম তীরে হতাহতের এই সংখ্যা ২০০৫ সালের পর সবচেয়ে বেশি। তিনি বলেন, নিজেদের ভবিষ্যত নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রগতি না থাকায় সহিংসতা বাড়ছে। ফিলিস্তিন সঙ্কটের রাজনৈতিক সমাধান না হওয়ায় যে শুন্যতা তৈরি হয়েছে উভয় পক্ষের উগ্রপন্থীরা তার সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, পশ্চিম উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনের গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার কথাও তুলে ধরেন টোর ওয়েন্সল্যান্ড।