ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল

         
কেরানীগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল

কেরানীগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার জিঞ্জিরা মডেল টাউন এলাকায় একটি পার্টি সেন্টারে এই বিশেষ দোয়ার আয়োজন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। দোয়ার অনুষ্ঠানে কেরানীগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় অসুস্থ বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী, এতিম ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্র উত্তরণে নির্বাচনে তার অংশগ্রহণের প্রয়োজনীয়তা জানিয়ে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ