ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে ঢাকা-২ ও ৩ আসনে ইসলামী দুই দলের প্রচারণা

         
কেরানীগঞ্জে ঢাকা-২ ও ৩ আসনে ইসলামী দুই দলের প্রচারণা

কেরানীগঞ্জে ঢাকা-২ ও ৩ আসনে ইসলামী দুই দলের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জজুড়ে প্রচার-প্রচারণা দমে নেই। ভোটারদের মন জয়ে মাঠে নেমেছেন ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকা-২ আসনে মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা বের হয়। তুলসীখালী ব্রিজ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাজাবাড়ি হয়ে সাভারের ভাকুর্তা এলাকায় শেষ হয়। এতে অংশ নেন বহু স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক।

ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে ঢাকার একদম সবচেয়ে কাছের যে নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ ও সাভার এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নাই। আমাদের এই এলাকার মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকার ন্যায্য অধিকার শিক্ষা বাসস্থানের অধিকার সকল মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় নাই।

তিনি আরও বলেন, ঢাকা-২ আসনের মধ্যে এখনো অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি ১০দফা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের চরমোনাইয়ের পক্ষ থেকে হাতপাখা প্রতীক দিয়ে আমাকে মনোনীত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাত পাখা মার্কায় আপনাদের সকলের দোয়া চাই, সকলের সমর্থন চাই। আমি বিশ্বাস করি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সকল দলের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

অন্যদিকে, সকাল দশটার দিকে ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহিনুর ইসলামের নেতৃত্বে জিনজিরা জনি টাওয়ার এলাকা থেকে রঙিন ও উৎসবমুখর মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে দলীয় নেতাকর্মীদের স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে।

অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ এখন চাঁদাবাজি পছন্দ করে না, লুটপাট পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে না, হুমকি-ধামকি মামলা-হামলা এসব পছন্দ করেনা। বাংলাদেশের মানুষ অন্যের হস্তক্ষেপ পছন্দ করেনা। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, পরিবর্তন চায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সকল অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে ইনশাল্লাহ।

শোভাযাত্রা ও মিছিল চলাকালে দুই প্রার্থীই পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ প্রতীকে ভোট চান।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ