ফার্মাসিস্ট টেকনোজিস্টরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেবে সরকার
সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে ব্যাপক বিঘ্ন ঘটছে।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রণালয় বলেছে, আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় বিষয়টির অগ্রগতির বিষয়ে অবহিত হয়েছেন বলেও জানানো হয়। মন্ত্রণালয়ের দাবি, সমাধানের পথে অগ্রগতি হওয়ার পরও আন্দোলনকারীরা সেবাপ্রার্থীদের জিম্মি করে কর্মবিরতি অব্যাহত রাখছেন, যা স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশার সঙ্গে অসঙ্গত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সকল পক্ষের ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কর্মবিরতি চলমান রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করার মতো কর্মসূচি অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে ব্যাপক বিঘ্ন ঘটছে।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রণালয় বলেছে, আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় বিষয়টির অগ্রগতির বিষয়ে অবহিত হয়েছেন বলেও জানানো হয়। মন্ত্রণালয়ের দাবি, সমাধানের পথে অগ্রগতি হওয়ার পরও আন্দোলনকারীরা সেবাপ্রার্থীদের জিম্মি করে কর্মবিরতি অব্যাহত রাখছেন, যা স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশার সঙ্গে অসঙ্গত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সকল পক্ষের ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কর্মবিরতি চলমান রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করার মতো কর্মসূচি অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
