ATN
শিরোনাম
  •  

শীত জেঁকে বসতে পারে, বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ

         
শীত জেঁকে বসতে পারে, বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ

শীত জেঁকে বসতে পারে, বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ

ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমছে। যদিও রাজধানী ঢাকাতে এখনো দিনের তাপমাত্রা বেশি। তবে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়তে শুরু করেছে। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি।

বাংলাদেশে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে শীতকাল হিসেবে গণনা করা হয়। সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে তীব্র আকার ধারণ করে। এবছর পৌষ মাসের আগেই উত্তরবঙ্গে শীত জেঁকে বসেছে, যেখানে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরও ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিক থেকে রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে বসার সম্ভাবনা আছে। সামনের সপ্তাহগুলোতে কয়েক দফা হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপমাত্রা কমতেই ঠান্ডাজনিত রোগের বিস্তারও শুরু হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সিটিটিউশনে আগের চেয়ে ঠান্ডাজনিত রোগী বেড়েছে। শিশু ও বয়স্করাই আক্রান্ত বেশি জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহাবুবুল হক।

চলে এসেছে শীত। আবহাওয়া হঠাৎ বদলে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই এখন থেকেই সতর্কতা বাড়ালে সর্দি-কাশি বা ঠান্ডাজনিত জটিলতা থেকে বাঁচা সম্ভব।

রিপোর্ট : সু. জা./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ