ATN
শিরোনাম
  •  

খালেদা জিয়ার লন্ডন যাত্রা: কাতার থেকে পাঠানো বিমানে ত্রুটি, অপেক্ষা বাড়ল

         
খালেদা জিয়ার লন্ডন যাত্রা: কাতার থেকে পাঠানো বিমানে ত্রুটি, অপেক্ষা বাড়ল

খালেদা জিয়ার লন্ডন যাত্রা: কাতার থেকে পাঠানো বিমানে ত্রুটি, অপেক্ষা বাড়ল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার প্রক্রিয়ায় শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে আজ (শুক্রবার) ঢাকায় আসছে না। এর ফলে তাঁর বিদেশ যাত্রা এক দিন পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান-সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

গতকাল রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও জানা যায়। তবে শুক্রবার সকালে মহাসচিব গণমাধ্যমকে জানান-যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল বলেন-কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আশা করছি, সব ঠিক থাকলে আগামীকালই ঢাকায় পৌঁছাবে।

তিনি আরও জানান-বিমান কখন ছেড়ে যাবে তা চূড়ান্তভাবে নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন,’’ বলেন বিএনপি মহাসচিব।

রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ