কারিগরি ত্রুটিতে দেরি, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এখনও ছাড়েনি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল বৃহস্পতিবার রাতেই। সে অনুযায়ী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে বিমানটি এখনও কাতার থেকেই উড্ডয়ন করতে পারেনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন-কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্ব হচ্ছে। কাতার থেকে বিমানটি উড্ডয়ন করলে দলীয়ভাবে জানানো হবে বলে তিনি জানান।
বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান জানিয়েছেন-রাত ১০টা পর্যন্তও বিমানটি কাতারেই অবস্থান করছিল। কখন তা ছেড়ে আসবে তা এখনও স্পষ্ট নয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বলছে-কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। তবে বেবিচক জানায়-কাতার সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পেলেই তারা অবতরণের অনুমতি প্রক্রিয়া শুরু করবে। রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি।
এদিকে এক সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান-খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ ১৪ জন লন্ডনে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন সৈয়দা শামিলা রহমানসহ দলের একাধিক চিকিৎসক ও সহযাত্রীরা।
রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন-কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্ব হচ্ছে। কাতার থেকে বিমানটি উড্ডয়ন করলে দলীয়ভাবে জানানো হবে বলে তিনি জানান।
বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান জানিয়েছেন-রাত ১০টা পর্যন্তও বিমানটি কাতারেই অবস্থান করছিল। কখন তা ছেড়ে আসবে তা এখনও স্পষ্ট নয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বলছে-কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। তবে বেবিচক জানায়-কাতার সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পেলেই তারা অবতরণের অনুমতি প্রক্রিয়া শুরু করবে। রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি।
এদিকে এক সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান-খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ ১৪ জন লন্ডনে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন সৈয়দা শামিলা রহমানসহ দলের একাধিক চিকিৎসক ও সহযাত্রীরা।
রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
