ATN
শিরোনাম
  •  

যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব, শুক্রবার সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

         
যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব, শুক্রবার সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব, শুক্রবার সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিতে কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি ও যান্ত্রিক সমস্যা’র কারণে এর যাত্রায় দেরি হতে পারে বলে জানা গেছে।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) ঢাকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইটে রওনা হয়েছেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক সমস্যার কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর জানানো হবে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। পুরো প্রক্রিয়া মিলিয়ে তার যাত্রা শুক্রবার সকাল ১০টার পর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়া হবে। বিদেশি চিকিৎসকরাও তার সঙ্গে থাকবেন।

রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ