ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস শাটডাউন

         
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস শাটডাউন

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস শাটডাউন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

প্রথমে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা থাকলেও রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে তা অর্ধদিবসে সীমিত করেন পেশাজীবীরা। তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে এসে অনেক রোগী পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ না পেয়ে দারুণ ভোগান্তিতে পড়েন। অনেকে সেবা বন্ধ দেখে হতাশা প্রকাশ করেন।

কর্মসূচির নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আব্দুল মালেক। তিনি বলেন- “দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় আমরা বঞ্চিত হচ্ছি। সাধারণ মানুষের কথা ভেবে কর্মসূচি সংক্ষিপ্ত করেছি। তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।”

জি. এম. আলী আজগর, আমির হামজা, আবুল কালাম, অরবিন্দু অধিকার, অজিত কুমার দাস, মঞ্জুরুল হক, আব্দুল মমিন, আব্দুল মজিদ, মো. সাকিল, মো. মনিরুজ্জামানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরও অনেক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকলেও নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগীরা দ্রুত সমস্যার সমাধান চান। বিশেষত ল্যাব সেবা, ওষুধ বিতরণ ও দৈনন্দিন পরীক্ষাগুলো বন্ধ থাকায় রোগীদের সার্বিক চিকিৎসা ব্যাহত হয়।

পেশাজীবীরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ