ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে অসহায় শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার মডেল স্কুল’ উদ্বোধন

         
কেরানীগঞ্জে অসহায় শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার মডেল স্কুল’ উদ্বোধন

কেরানীগঞ্জে অসহায় শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার মডেল স্কুল’ উদ্বোধন

কেরানীগঞ্জে দুঃস্থ, অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার মডেল স্কুল’ উদ্বোধন করা হয়েছে। হিউম্যানিটি ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানসহ বই, খাতা, কলম, স্কুল ড্রেস ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ বালুরমাঠ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্কুলের যাত্রা শুরু করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সোসাইটির চেয়ারম্যান এম.এস. এ. রেজা, যিনি বলেন, “শিক্ষার উচ্চ খরচের কারণে গরিব পরিবারের শিশুদের পড়াশোনা প্রায় অসম্ভব হয়ে গেছে। এই স্কুল সেই অসুবিধার সমাধান হিসেবে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এখানে মেধাবী শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষার কার্যক্রমও আয়োজন করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সাবিরা সুলতানা সুমি, মহাসচিব শহিদুল ইসলাম, অর্থ সচিব আশিক মণ্ডল, কার্যকরী সদস্য সোহাগ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুলটি অনেক পরিবারের জন্য নতুন স্বপ্নের দরজা খুলে দেবে। কেরানীগঞ্জে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে সমাজকে আরও আলোকিত করার সম্ভাবনা রাখে।

রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ