ATN
শিরোনাম
  •  

পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

         
পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর।

দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে মোদি আবেগাপ্লুত হয়ে পুতিনকে জড়িয়ে ধরেন। পরে একই গাড়িতে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন ও পুনরায় আলিঙ্গন করেন।

গত বছরের জুলাইয়ে মস্কো সফরে পুতিন মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। তার জবাবে দিল্লিতে মোদির আয়োজন করা ব্যক্তিগত নৈশভোজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা, দুপুরে হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনার খাবার এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।

সফরের অন্যান্য বিষয়সমূহে অন্তর্ভুক্ত রয়েছে, ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ