ATN
শিরোনাম
  •  

২৬ খণ্ডে বিভক্ত আশরাফুল হত্যা, আসামি জরেজুলের প্রেমিকা শামীমা গ্রেপ্তার

         
 ২৬ খণ্ডে বিভক্ত আশরাফুল হত্যা, আসামি জরেজুলের প্রেমিকা শামীমা গ্রেপ্তার

২৬ খণ্ডে বিভক্ত আশরাফুল হত্যা, আসামি জরেজুলের প্রেমিকা শামীমা গ্রেপ্তার

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ ২৬ খণ্ডে বিভক্ত করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখার ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে (৩৩) আলামতসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।

র‌্যাব-৩ জানায়, গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন।

আজ শনিবার র‍্যাব হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব সম্মেলনে জানায়, শামীমার মোবাইল ও দেওয়া তথ্য বিশ্লেষণে জানা যায়, প্রধান আসামি জরেজুলের পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী আশরাফুলকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ‘হানিট্র্যাপে’ ফাঁদ তৈরি করা হয়, যার মাধ্যমে দশ লাখ টাকা আদায়ের চেষ্টা ছিল মূল লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর শনিরআখরার একটি বাসায় ডেকে নেওয়া হয় আশরাফুলকে। সেখানে তাকে অচেতন করে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরে জরেজুল হাতুরি দিয়ে আঘাত করে এবং মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে র‍্যাব জানায়।

হত্যার পর বাজার থেকে কেনা দুটি ড্রামে মরদেহ ২৬ অংশে কাটতে সাহায্য করে শামীমাও। পরে একটি সিএনজিতে করে হাইকোর্ট মাজারগেটের সামনে ড্রামগুলো ফেলে আসে তারা।

১৩ নভেম্বর, বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা থাকলেও কীভাবে এতো চেকপোস্ট ও নজরদারি এড়িয়ে তারা ড্রামগুলো নিয়ে গেল—এ প্রশ্নে র‍্যাব জানায়, ‘দেশের নিরাপত্তা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করাই বড় সাফল্য।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রামে ২৬ টুকরো করা মরদেহ পায় পুলিশ। পরে আঙুলের ছাপ থেকে ভুক্তভোগী আশরাফুলের পরিচয় নিশ্চিত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ