ATN
শিরোনাম
  •  

একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র: মির্জা ফখরুল

         
একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র: মির্জা ফখরুল

একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখবেন। একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না।

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধারে হত্যা করেছে তাদের সাথে এ দেশের মানুষ আপস করতে পারে না। তারা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত করছে। আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। আজকে যদি নির্বাচন পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হয়ে যাওয়া। তাই অন্তবর্তকালীন সরকারে সন্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ