ATN
শিরোনাম
  •  

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

         
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবারও শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১৭তম।

মঙ্গলবার (৪ নভেম্বর) র‌্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস। আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গতবছরও কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতি বছর নভেম্বর মাসের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এবার তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। তালিকার শীর্ষস্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। চীনের পিকিং ইউনিভার্সিটি তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এ র‌্যাঙ্কিংয়ে প্রধানত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে। এছাড়া কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেই র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪ তম।

সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অধিকার করে। এ র‌্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বে ১০০০ এর মধ্যে অবস্থান করছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ সায়েন্টিস্ট-২০২৫ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান পেয়েছেন, যা দেশে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে।

র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ১৪৯, বুয়েট ১৬৫, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ২২১, ব্র‌্যাক ২৬০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩০৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩১২, সাস্ট ৩৩৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮, চুয়েট ৩৮৫, কুয়েট ৪১৪, ইসলামি বিশ্ববিদ্যালয় ৪৪৮, খুলনা বিশ্ববিদ্যালয় ৪৫৪, রুয়েট ৪৭০, ডুয়েট ৪৮৬, ইস্ট-ওয়েস্ট ৪৯১তম স্থান নিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ