ATN
শিরোনাম
  •  

ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপাইন, মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

         
ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপাইন, মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে বিধ্বস্ত ফিলিপাইন, মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির ভয়াবহ তাণ্ডবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে সেবু প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একদিন আগেই নজিরবিহীন বন্যায় সেবু শহর ও আশপাশের এলাকায় ঘরবাড়ি, গাড়ি, এমনকি জাহাজের কনটেইনার পর্যন্ত ভেসে যায়। নদী তীরবর্তী গ্রামগুলো একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে।

সেবু প্রদেশের মুখপাত্র রোন রামোস জানান, রাজধানীর মেট্রো এলাকার লিলোয়ান শহর থেকে এখন পর্যন্ত ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুধু এই প্রদেশেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

এদিকে পুলিশ কর্মকর্তা স্টিফেন পোলিনার জানিয়েছেন, টানা বৃষ্টিপাতে নেগ্রোস দ্বীপে অন্তত ১২ জন নিহত ও আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। ক্যানলাওন শহরের বহু ঘরবাড়ি মাটিচাপা পড়ে গেছে।

তিনি আরও বলেন, গত বছরের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পাহাড়ের ঢালে জমে থাকা আগ্নেয় পদার্থ বৃষ্টির পানির সঙ্গে নেমে এসে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি করেছে।

অন্যদিকে, ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, সেবুর ক্ষতিগ্রস্ত এলাকা এখনো বিদ্যুৎ ও যোগাযোগবিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা।

দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা চারমাগনে ভারিলা জানান, কালমায়েগির আঘাতের আগের ২৪ ঘণ্টায় সেবু ও আশপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে - যা পুরো মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝড়ের শক্তি ও ঘনত্ব দুটোই বাড়ছে, যার ফলে এমন প্রাকৃতিক দুর্যোগ ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

রিপোর্ট এটিএন নিউজ : জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ