ATN
শিরোনাম
  •  

নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

         
নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ভারতের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরিচিত মুখদের নিয়েই দল সাজিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

চোটের কারণে আগের ক্যাম্প থেকে ছিটকে যাওয়া উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ফিরেছেন দলে। এছাড়া দুই ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শোমিত সোমের।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ। আর ১৮ নভেম্বর বাছাইপর্বের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ইতোমধ্যে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

প্রাথমিক দল:

মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর সজীব, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

রিপোর্ট এটিএন নিউজ : জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ