ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

         
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ বাবলা নিহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইলতাতলী এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সরওয়ার হোসেন বাবলা। গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে প্রার্থী এরশাদ উল্লাহ চাইলতাতলী এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় হঠাৎ দুজন অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে অতর্কিতে গুলি চালায়। হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়। গুলির একটিতে প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে আঘাত লাগে।

ডিসি আমিরুল ইসলাম বলেন, “বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন, প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে সরওয়ার বাবলার পুরোনো বিরোধের জেরেই এই হামলা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা, কিন্তু গুলির আঘাতে বিএনপি প্রার্থীও আহত হন।

উল্লেখ্য, এর আগেও গত ৩০ মার্চ ভোর রাতে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় বাবলার ওপর গুলি চালানো হয়। সে ঘটনায় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন। তবে তখন কৌশলে পালিয়ে প্রাণে রক্ষা পান বাবলা।

রিপোর্ট এটিএন নিউজ : জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ