ATN
শিরোনাম
  •  

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

         
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের প্রস্তুতি নেয়। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই। নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায়, তাহলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নেবে, তাদেরও দায়িত্ব রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষায়। নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগে জামিনে পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে—তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায়। সত্য ঘটনাটা সাংবাদিকরা তুলে ধরে যদি জানান তারা মিথ্যা বলছে, তবে সেটিই সবচেয়ে কার্যকর হয়। এছাড়া, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করি। সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেন।

পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ