ATN
শিরোনাম
  •  

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, গাজায় ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

         
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, গাজায় ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, গাজায় ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে তীব্র খাদ্য সংকটে দিন পার করছেন গাজার লাখ লাখ বাসিন্দা।

বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। তবে পুরোপুরি সীমান্ত খুলে না দেয়া ও ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে প্রয়োজনের তুলনায় খুব সামান্যই ত্রাণ ঢুকতে পারেছে উপত্যকায়।

এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র আবির ইতেফা বলেন, এখনো উত্তর গাজার প্রবেশপথ বন্ধ রেখেছে ইসরায়েল। ত্রাণ প্রবেশে তাদের পুরোপুরি প্রবেশাধিকার দরকার উল্লেখ করে তিনি আরো জানান, শীত চলে আসছে, অথচ মানুষ এখনো খাবার ও শীতের কাপড়ের অনিশ্চয়তায় ভুগছেন।

অন্যদিকে, ইসরায়েলের আরো এক জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। এরমধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। মঙ্গলবার গাজা সিটির তুফাহ এলাকা ও উত্তর গাজার জাবালিয়ায় ২ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী।

রিপোর্ট : রা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ