চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে জমজমাট লড়াই। লিগ পর্বে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট। বার্সেলোনা নামছে ক্লাব ব্রুগার বিপক্ষে, আর ইতিহাদে ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ডের মহারণ। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বার্সেলোনার ম্যাচ মানেই এখন আলোচনার কেন্দ্রেবিন্দু লামিন ইয়ামাল। স্পোর্টস হার্নিয়া থেকে পুরোপুরি না সেরে উঠলেও, এলচের বিপক্ষে ফিরেই করেছেন গোল। তবে আজ রাতে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচ হান্সি ফ্লিক ইয়ামালকে নিয়ে ঝুঁকি নিতে চাননা। তাই ব্রুগার বিপক্ষে হয়তো বিশ্রামই মিলতে পারে তাঁর।
লা লিগায় সাম্প্রতিক ফর্ম তেমন আশাব্যঞ্জক নয়, শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হেরেছে বার্সা। তবে ব্রুগার বিপক্ষে ইউরোপীয় ইতিহাস বেশ সুখকর। ২০০২–০৩ মৌসুমে গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয়ে দু’বারই জয় পেয়েছিল কাতালানরা।
আক্রমভাগে লেভানডোভস্কি পুরোপুরি ফিট না হওয়ায় শুরুতে দেখা যেতে পারে ফেরান তোরেসকে। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফেরমিন লোপেজ ও মার্ক কাসাদোকে নিয়েই গড়া হতে পারে ফ্লিকের রণকৌশল। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত ১২ নম্বরে বার্সা।
অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ডর্টমুন্ড। সমান ৭ পয়েন্ট নিয়ে দুটি দলই এগোতে চায় নকআউট পর্বের পথে, তবে গোল ব্যবধানে খানিকটা এগিয়ে জার্মান জায়ান্টরা।
ঘরের মাঠে দুর্ভেদ্য রেকর্ড গার্দিওলার সিটির। বুন্দেসলিগা প্রতিপক্ষের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত তারা। তবে পরিসংখ্যানের পাল্লা পুরোপুরি একপেশে নয়, কারণ ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ডর্টমুন্ড।
এই ম্যাচে সবার নজর থাকবে আর্লিং হলান্ডের দিকে। সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে পুনর্মিলনীতে গোলের উৎসব করবেন কিনা, সেটিই এখন প্রশ্ন। ইতিহাদে আজ তাই দ্বৈরথের আবহটা বিশেষ।
রিপোর্ট : জে. চি. / সা. সি
বার্সেলোনার ম্যাচ মানেই এখন আলোচনার কেন্দ্রেবিন্দু লামিন ইয়ামাল। স্পোর্টস হার্নিয়া থেকে পুরোপুরি না সেরে উঠলেও, এলচের বিপক্ষে ফিরেই করেছেন গোল। তবে আজ রাতে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচ হান্সি ফ্লিক ইয়ামালকে নিয়ে ঝুঁকি নিতে চাননা। তাই ব্রুগার বিপক্ষে হয়তো বিশ্রামই মিলতে পারে তাঁর।
লা লিগায় সাম্প্রতিক ফর্ম তেমন আশাব্যঞ্জক নয়, শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হেরেছে বার্সা। তবে ব্রুগার বিপক্ষে ইউরোপীয় ইতিহাস বেশ সুখকর। ২০০২–০৩ মৌসুমে গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয়ে দু’বারই জয় পেয়েছিল কাতালানরা।
আক্রমভাগে লেভানডোভস্কি পুরোপুরি ফিট না হওয়ায় শুরুতে দেখা যেতে পারে ফেরান তোরেসকে। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফেরমিন লোপেজ ও মার্ক কাসাদোকে নিয়েই গড়া হতে পারে ফ্লিকের রণকৌশল। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত ১২ নম্বরে বার্সা।
অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ডর্টমুন্ড। সমান ৭ পয়েন্ট নিয়ে দুটি দলই এগোতে চায় নকআউট পর্বের পথে, তবে গোল ব্যবধানে খানিকটা এগিয়ে জার্মান জায়ান্টরা।
ঘরের মাঠে দুর্ভেদ্য রেকর্ড গার্দিওলার সিটির। বুন্দেসলিগা প্রতিপক্ষের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত তারা। তবে পরিসংখ্যানের পাল্লা পুরোপুরি একপেশে নয়, কারণ ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ডর্টমুন্ড।
এই ম্যাচে সবার নজর থাকবে আর্লিং হলান্ডের দিকে। সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে পুনর্মিলনীতে গোলের উৎসব করবেন কিনা, সেটিই এখন প্রশ্ন। ইতিহাদে আজ তাই দ্বৈরথের আবহটা বিশেষ।
রিপোর্ট : জে. চি. / সা. সি
