জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টির পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। জানিয়েছেন, কোচিং তাঁর ভালো লাগার জায়গা হলেও সাম্প্রতিক সময়ে দায়িত্বটা আর উপভোগ করছেন না।
তবে নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।
শোনা যাচ্ছে ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে তাঁর সম্পর্ক শিতল। যোগাযোগও নাকি অনেকদিন ধরেই বন্ধ। এদিকে সম্প্রতি ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বোর্ড, যা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে সালাউদ্দিন জানিয়েছেন, আশরাফুলের অন্তর্ভুক্তিকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
ব্যাটারদের ধারাবাহিক ব্যাটিং ব্যার্থতায় বেশ অনেকদিন ধরেই দলের একাদশ নির্বাচনে সেচ্ছাচারিতা, কোরামবাজি নিয়ে আঙুল ওঠে সালাউদ্দিনের দিকে। সামাজিকযোগাযোগ মাধ্যমে রিতিমত তাঁকে নিয়ে চলে সমালোচনা। প্রশ্ন হচ্ছে সেই চাপেই কি চাকুরিটা ছেড়ে দিলেন সালাউদ্দিন।
জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও, সালাউদ্দিন ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন বিপিএলেও তাঁকে দেখা যেতে পারে কোনো দলের কোচ হিসেবে।
রিপোর্ট : জে. / সা. সি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টির পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। জানিয়েছেন, কোচিং তাঁর ভালো লাগার জায়গা হলেও সাম্প্রতিক সময়ে দায়িত্বটা আর উপভোগ করছেন না।
তবে নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।
শোনা যাচ্ছে ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে তাঁর সম্পর্ক শিতল। যোগাযোগও নাকি অনেকদিন ধরেই বন্ধ। এদিকে সম্প্রতি ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বোর্ড, যা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে সালাউদ্দিন জানিয়েছেন, আশরাফুলের অন্তর্ভুক্তিকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
ব্যাটারদের ধারাবাহিক ব্যাটিং ব্যার্থতায় বেশ অনেকদিন ধরেই দলের একাদশ নির্বাচনে সেচ্ছাচারিতা, কোরামবাজি নিয়ে আঙুল ওঠে সালাউদ্দিনের দিকে। সামাজিকযোগাযোগ মাধ্যমে রিতিমত তাঁকে নিয়ে চলে সমালোচনা। প্রশ্ন হচ্ছে সেই চাপেই কি চাকুরিটা ছেড়ে দিলেন সালাউদ্দিন।
জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও, সালাউদ্দিন ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন বিপিএলেও তাঁকে দেখা যেতে পারে কোনো দলের কোচ হিসেবে।
রিপোর্ট : জে. / সা. সি
