চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধানসহ বিভিন্ন ফসলের। নষ্ট হয়েছে অন্তত ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল।
গত বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি তারপর শুক্রবার বৃষ্টি রাতভর। একরাতের বৃষ্টিতেই মাথায় হাত চাষিদের। ডুবে যায় বিভিন্ন ফসলের জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন চাষিরা। আর কয়েকদিন পরেই ঘরে উঠতো সোনালি ধান।
হঠাৎ বৃষ্টির ক্ষতিতে ম্লান হয়ে গেছে তাদের স্বপ্ন। কৃষকরা বলছেন, ধার-দেনা করে চাষাবাদ করেছিলেন। ফসলের ক্ষতি হওয়ায় ঋণের বোঝা আরও বাড়বে তাদের।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং নজিরবিহীন।
আমন ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার কথা জানিয়েছে কৃষি দপ্তর।
রিপোর্ট : অ. / সা. সি
গত বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি তারপর শুক্রবার বৃষ্টি রাতভর। একরাতের বৃষ্টিতেই মাথায় হাত চাষিদের। ডুবে যায় বিভিন্ন ফসলের জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন চাষিরা। আর কয়েকদিন পরেই ঘরে উঠতো সোনালি ধান।
হঠাৎ বৃষ্টির ক্ষতিতে ম্লান হয়ে গেছে তাদের স্বপ্ন। কৃষকরা বলছেন, ধার-দেনা করে চাষাবাদ করেছিলেন। ফসলের ক্ষতি হওয়ায় ঋণের বোঝা আরও বাড়বে তাদের।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং নজিরবিহীন।
আমন ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার কথা জানিয়েছে কৃষি দপ্তর।
রিপোর্ট : অ. / সা. সি
