ইউরোপের কোনো দেশেই রাশিয়া হামলা করবে না: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
আলবেনিয়াসহ ইউরোপের কোনো দেশেই রাশিয়া হামলা করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।
গত মাসের শেষে বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার এসব কথা বলেন তিনি। রামা বলেন, রাশিয়া আলবেনিয়ায় হামলা করবে না, ইউরোপের অন্য কোনো দেশেও না।
ইইউ বা ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা করা হবে একেবারেই নির্বুদ্ধিতার কাজ হবে। ন্যাটোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট উল্লেখ করে যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় ন্যাটো পুরোপুরি প্রস্তুত বলে সতর্ক করেন তিনি।
তাই ইউরোপীয় দেশগুলোর আতঙ্কের কারণ নেই। তবে ইউরোপীয় ইউনিয়ন কে এখন ইউক্রেন যুদ্ধে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করতে হবে বলে জানান রামা। যুদ্ধ শেষ করতে ইউরোপীয় নেতাদের রাশিয়ার সঙ্গে সংলাপের উপায় খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : রা. / সা. সি
গত মাসের শেষে বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার এসব কথা বলেন তিনি। রামা বলেন, রাশিয়া আলবেনিয়ায় হামলা করবে না, ইউরোপের অন্য কোনো দেশেও না।
ইইউ বা ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা করা হবে একেবারেই নির্বুদ্ধিতার কাজ হবে। ন্যাটোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট উল্লেখ করে যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় ন্যাটো পুরোপুরি প্রস্তুত বলে সতর্ক করেন তিনি।
তাই ইউরোপীয় দেশগুলোর আতঙ্কের কারণ নেই। তবে ইউরোপীয় ইউনিয়ন কে এখন ইউক্রেন যুদ্ধে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করতে হবে বলে জানান রামা। যুদ্ধ শেষ করতে ইউরোপীয় নেতাদের রাশিয়ার সঙ্গে সংলাপের উপায় খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : রা. / সা. সি
