খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে অন্তত ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাসদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে।
তিনি আরও জানান, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ চলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।
রিপোর্ট এটিএন নিউজ : সা. / সি
মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাসদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে।
তিনি আরও জানান, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ চলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।
রিপোর্ট এটিএন নিউজ : সা. / সি
