ইরাকে হামলার পরিকল্পণাকারী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
ইরাকে হামলার পরিকল্পণাকারী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ডিক চেনি ছিলেন ৪৬তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন ইতিহাসের অন্যতম প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে তিনি পরিচিত ইরাক যদ্ধের অন্যতম প্রধান পরিকল্পণাকারী হিসেবে।
২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেসময় তিনি দাবি করেছিলেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। ওই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় ইরাক। পতন হয় সাদ্দাম হোসেনের। তবে গণবিধ্বংসী কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি।
রিপোর্ট : রা. / সা. সি
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ডিক চেনি ছিলেন ৪৬তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন ইতিহাসের অন্যতম প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে তিনি পরিচিত ইরাক যদ্ধের অন্যতম প্রধান পরিকল্পণাকারী হিসেবে।
২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেসময় তিনি দাবি করেছিলেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। ওই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় ইরাক। পতন হয় সাদ্দাম হোসেনের। তবে গণবিধ্বংসী কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি।
রিপোর্ট : রা. / সা. সি
