কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে চলছে না পর্যটকবাহী জাহাজ। নভেম্বর মাসে দ্বীপের পথে জাহাজ না চালানোর সিদ্ধান্তে অনড় মালিকপক্ষ। রাত্রিযাপন নিষিদ্ধ থাকায় দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে অল্প সময়ের জন্য সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহী নন তাই পর্যটকরা। বিকল্প হিসেবে সরকারিভাবে জাহাজ চলাচলের উদ্যোগ নেয়ার পরামর্শ পরিবেশবাদীদের।
সুনীল জলরাশির বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে ভ্রমণ করা যাবে, তবে রাত্রিযাপন করা যাবে শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে। তবে, করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন এবং পরিবেশ সুরক্ষায় মানতে হবে ১২টি নির্দেশনা।
ট্যুর অপারেটরদের অভিযোগ, পর্যটকদের সাড়া থাকলেও, যাত্রীসংকটের অজুহাতে দ্বীপের পথে যাচ্ছে না জাহাজ।
পরিবেশবাদীরা মনে করেন, ৮০ শতাংশ পর্যটক দিনে গিয়ে দিনে ফিরে আসতে আগ্রহী। সরকারিভাবে এই রুটে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের।
এদিকে, পর্যটক গমন সীমিত করায় দ্বীপবাসীর জীবন-জীবিকাও পড়েছে গভীর সংকটে। এরই মাঝে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছেন অনেকেই। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত- ৪ মাস সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ দেয়ার দাবি দ্বীপবাসির।
যাত্রী পেলে নভেম্বরে যাতে জাহাজ চলাচল শুরু করা যায়, এ বিষয়ে মালিক সমিতির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
রিপোর্ট : অ/টুবন
সুনীল জলরাশির বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে ভ্রমণ করা যাবে, তবে রাত্রিযাপন করা যাবে শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে। তবে, করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন এবং পরিবেশ সুরক্ষায় মানতে হবে ১২টি নির্দেশনা।
ট্যুর অপারেটরদের অভিযোগ, পর্যটকদের সাড়া থাকলেও, যাত্রীসংকটের অজুহাতে দ্বীপের পথে যাচ্ছে না জাহাজ।
পরিবেশবাদীরা মনে করেন, ৮০ শতাংশ পর্যটক দিনে গিয়ে দিনে ফিরে আসতে আগ্রহী। সরকারিভাবে এই রুটে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের।
এদিকে, পর্যটক গমন সীমিত করায় দ্বীপবাসীর জীবন-জীবিকাও পড়েছে গভীর সংকটে। এরই মাঝে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছেন অনেকেই। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত- ৪ মাস সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ দেয়ার দাবি দ্বীপবাসির।
যাত্রী পেলে নভেম্বরে যাতে জাহাজ চলাচল শুরু করা যায়, এ বিষয়ে মালিক সমিতির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
রিপোর্ট : অ/টুবন
