যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭, আহত ১১
যুক্তরাষ্ট্রে একটি ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জনের মৃত্যুর হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।
মঙ্গলবার, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় বিমানটিতে ৩ জন ক্রু ছিলেন, এখন পর্যন্ত তাদের কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউপিএস কর্তৃপক্ষ।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফ্লাইট নম্বর-2976 নামের ওই বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হাওয়াইগামী পথে দুর্ঘটনায় পড়ে। বিস্ফোরণের সময় প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল বিমানটি, এতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এসময় আশপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে তদন্ত শুরু করেছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ।
রিপোর্ট : রা. মু/টুবন
মঙ্গলবার, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কেনটাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় বিমানটিতে ৩ জন ক্রু ছিলেন, এখন পর্যন্ত তাদের কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউপিএস কর্তৃপক্ষ।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফ্লাইট নম্বর-2976 নামের ওই বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হাওয়াইগামী পথে দুর্ঘটনায় পড়ে। বিস্ফোরণের সময় প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল বিমানটি, এতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এসময় আশপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে তদন্ত শুরু করেছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ।
রিপোর্ট : রা. মু/টুবন
