ATN
শিরোনাম
  •  

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, এবার ১০ কোটি কম ছাপা হচ্ছে

         
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, এবার ১০ কোটি কম ছাপা হচ্ছে

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, এবার ১০ কোটি কম ছাপা হচ্ছে

২০২৬ শিক্ষাবর্ষে বই ছাপানো হচ্ছে ৩০ কোটি ২ লাখ। এরই মধ্যে প্রাথমিকের বই ছাপানোর কাজ প্রায় শেষ। এনসিটিবি বলছে- ২০ ডিসেম্বরের মধ্যেই বাকি বই ছাপানোর কাজ সম্পন্ন হতে পারে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চলছে এ বিশাল কর্মযজ্ঞ।

ছাপা কাগজে ফুটে উঠছে রং আর বর্ণ। শব্দের কথামালায় ছাপা হচ্ছে দেশ-বিদেশের ইতিহাস-সংস্কৃতি। পুরোদমে চলা বই ছাপানোর এ কাজ শুরু হয়েছে আরো কয়েক মাস আগে।

গত বছরের তুলনায় এ বছর বই কম ছাপা হচ্ছে, প্রায় ১০ কোটি। ২০২৫ শিক্ষাবর্ষে ৪০ কোটি বই ছাপানো হয়েছিল। এ বছর দশম শ্রেণির জন্য পাঁচ কোটি এবং অতিরিক্ত বিষয়ের জন্য আরো ৫ কোটির মতো বই কম ছাপা হচ্ছে। কাগজ-কালির ঘাটতি না পড়ায় চলতি বছরে প্রেস থেকে বই সঠিক যাবে বলেও আশাবাদী মুদ্রণ শিল্প সমিতি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এবার ভালো মানের কাগজ সরবরাহ করা হয়েছে।

এনসিটিবি বলছে, প্রাথমিকের বই ছাপানোর কাজ শেষ হবে নভেম্বরেই। আর ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে মাধ্যমিকের বই।

জুলাই অভ্যুত্থান পরবর্তীতে সংশোধিত পাঠ্যবইয়ের কিছু শ্রেণিতে পরিবর্তন আনা হলেও, চলতি বছর ৬ষ্ঠ থেকে নবম সব শ্রেণিতেই অর্ন্তভূক্ত হয়েছে জুলাই অভ্যুত্থান।

রিপোর্ট : কি. সু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ