ATN
শিরোনাম
  •  

নিউইয়র্কের মেয়র পদে মামদানির ঐতিহাসিক বিজয়

         
নিউইয়র্কের মেয়র পদে মামদানির ঐতিহাসিক বিজয়

নিউইয়র্কের মেয়র পদে মামদানির ঐতিহাসিক বিজয়

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক মুসলিম প্রার্থী জোহরান মামদানি।

মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই তার বিজয়ের আভাস দেয় মার্কিন সংবাদমাধ্যমগুলো। এর কিছু সময় পরেই বেসরকারি ফলাফলে মামদানির জয়ের খবর জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তার বিজয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হচ্ছেন মামদানি।

প্রতিবেদনে বলা হয়, স্বতন্ত্রপ্রার্থী ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন মামদানি। আগেও ডেমোক্রেটিক প্রাইমারিতেও মামদানির কাছে হেরেছিলেন কুমো।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও। এরআগে, স্থানীয় সময় মঙ্গলবার, সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, শেষ হয় রাত ৯টায়।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ