যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি ৩ কোম্পানির
দেশের খাদ্য নিরাপত্তা ও ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশের তিনটি শীর্ষ প্রতিষ্ঠান-সিটি, মেঘনা ও ডেল্টা গ্রুপ-যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি সই করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসি’র সিইও কেভিন এম রোপকে এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন মাত্র ৩ লাখ টন। ঘাটতি পূরণের জন্য প্রতি বছর প্রায় ৩০ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যার সিংহভাগ আসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।
সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাসান বলেন, “কৃষি ভিত্তিক ব্যবসা ও খাদ্য নিরাপত্তায় এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিপাক্ষিক বাণিজ্যকে এগিয়ে নিতে পারস্পরিক লাভজনক হবে।”
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, “চুক্তির ফলে বাংলাদেশি ভোক্তা প্রতিযোগিতামূলক দামে সয়াবিন পাবেন।”
ডেল্টা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুল হক যোগ করেন, “চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আনবে।”
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র এখন বিলিয়ন ডলারের রফতানি সহযোগী। ভবিষ্যতে দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার হবে।”
গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের আমদানি করেছে। বিপরীতে রফতানি হয়েছে ৬২৬ কোটি ডলার।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসি’র সিইও কেভিন এম রোপকে এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন মাত্র ৩ লাখ টন। ঘাটতি পূরণের জন্য প্রতি বছর প্রায় ৩০ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যার সিংহভাগ আসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।
সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাসান বলেন, “কৃষি ভিত্তিক ব্যবসা ও খাদ্য নিরাপত্তায় এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিপাক্ষিক বাণিজ্যকে এগিয়ে নিতে পারস্পরিক লাভজনক হবে।”
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, “চুক্তির ফলে বাংলাদেশি ভোক্তা প্রতিযোগিতামূলক দামে সয়াবিন পাবেন।”
ডেল্টা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুল হক যোগ করেন, “চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আনবে।”
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র এখন বিলিয়ন ডলারের রফতানি সহযোগী। ভবিষ্যতে দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার হবে।”
গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের আমদানি করেছে। বিপরীতে রফতানি হয়েছে ৬২৬ কোটি ডলার।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
