ATN
শিরোনাম
  •  

‘শাপলা কলি’ প্রতীকই পেল এনসিপি

         
‘শাপলা কলি’ প্রতীকই পেল এনসিপি

‘শাপলা কলি’ প্রতীকই পেল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই তিন দলের নিবন্ধন নিয়ে দাবি-আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে আপত্তি জানাতে চাইলে ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি। দাবি-আপত্তি নিষ্পত্তির পরই এসব দলকে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেয়া হবে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ