ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে একটি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে নতুন করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা খুঁজে পায়।
এই শিক্ষার্থীদের সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে-কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী একতরফা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে একটি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে নতুন করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা খুঁজে পায়।
এই শিক্ষার্থীদের সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে-কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী একতরফা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
