ATN
শিরোনাম
  •  

মহাসড়ক অবরোধের জেরে সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

         
মহাসড়ক অবরোধের জেরে সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

মহাসড়ক অবরোধের জেরে সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা পরবর্তী সময়ে সংঘর্ষ, সহিংসতা ও সড়ক অবরোধে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মো. মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ওই চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতারা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তাদেরকে দলীয় সব পদ থেকে, এমনকি প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের অফিসে ২৩৭টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোনয়নের জেরে গতকাল সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কয়েক জায়গা অবরোধ করা হয়, এর ফলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সীতাকুণ্ড এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ