ATN
শিরোনাম
  •  

চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

         
চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। বাংলাদেশ সময় রাত দুইটায় পার্ক দে প্রিন্সে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে পিএসজি। একই সময়ে অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা লিভারপুলের।

গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল পিএসজি ও বায়ার্ন মিউনিখ। দুই দলের লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল ফরাসি জায়ান্টরা। ওই হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে ১৫ ম্যাচের সবকটিতে জিতেছে বায়ার্ন।

বায়ার্নের মতো পিএসজিও আছে দুর্দান্ত ছন্দে। লিগ ওয়ানে ১১ ম্যাচে ৭ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। টানা তিন জয়ে চ্যাম্পিয়নস লিগেও শীর্ষে ফরাসি জায়ান্টরা।

বায়ার্ন দুর্দান্ত ফর্মে থাকলেও পিএসজি কোচ লুইস এনরিকে মনে করেন, সমর্থকেরা আজকের ম্যাচে তাদের ওপর আস্থা রাখতেই পারেন।

পিএসজি সমর্থকদের আরেকটি সুখবরই দিলেন এনরিকে। ব্যালন ডি’অরজয়ী উসমান ডেম্বেলে খেলবেন আজ।

অন্যদিকে, টানা ১৫ ম্যাচ জেতা বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি স্বাভাবিকভাবেই জয়ের ধারাটাকে আরও বাড়িয়ে নেওয়ার কথাই বললেন।

এদিকে, স্বপ্নের মতো সময় কাটছে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১৩ বারই বিজয়োৎসব করেছে আলোনসোর দল। বিপরীতে মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও মাঝে এসে খেই হারিয়েছে আর্নে স্লটের দল। সর্বশেষ আট ম্যাচের ছয়টিতে হারের দুঃসহ স্মৃতি সঙ্গী করে অ্যানফিল্ডে লস ব্লাঙ্কোসের বিপক্ষে মাঠে নামছে অলরেডরা।

রেকর্ড এবং বর্তমান ফর্ম- ফেভারিটের তকমা গায়ে মেখে মাঠে নামবে রিয়াল। আশাবাদী হওয়ার যথেষ্ট রসদ আছে অলরেড সমর্থকদেরও। অ্যানফিল্ডে দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটি ছিল লিভারপুল।

জাবি আলোনসোর ফুটবল দর্শনে তুখোড় ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়রদের সামলে মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইকরা কি পারবেন নিজ মাঠে সমর্থকদের মুখে হাসি ফুটাতে! সেটাই এখন দেখার।

রিপোর্ট : ই/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ