বেলজিয়ামকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ শুরু আর্জেন্টিনার
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে হারের হতাশা নিয়ে নতুন মিশনে নামল আর্জেন্টিনা। এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে দুর্দান্তভাবেই শুরুটা করেছে আলবিসেলেস্তেরা।
কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেছেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেল।
বেলজিয়ামের হয়ে দুটি গোল শোধ করেন আর্থুর ডি কিম্পে ও স্ট্যান নের্ত। যদিও জয় পেয়েও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। একই গ্রুপে ফিজিকে ৬-০ গোলে বিধ্বস্ত করা তিউনিসিয়া গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে।
রিপোর্ট : জে/টুবন
কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেছেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেল।
বেলজিয়ামের হয়ে দুটি গোল শোধ করেন আর্থুর ডি কিম্পে ও স্ট্যান নের্ত। যদিও জয় পেয়েও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। একই গ্রুপে ফিজিকে ৬-০ গোলে বিধ্বস্ত করা তিউনিসিয়া গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে।
রিপোর্ট : জে/টুবন
