ATN
শিরোনাম
  •  

সৌদি যুবরাজ ও ট্রাম্পের মধ্যে বৈঠক আগামী ১৮ নভেম্বর

         
সৌদি যুবরাজ ও ট্রাম্পের মধ্যে বৈঠক আগামী ১৮ নভেম্বর

সৌদি যুবরাজ ও ট্রাম্পের মধ্যে বৈঠক আগামী ১৮ নভেম্বর

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমঝোতার অংশ হিসেবে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, ট্রাম্প যখন সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন, তখন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিকে আব্রাহাম চুক্তি নামে অভিহিত করা হয়। তবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এতদিন এ উদ্যোগে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে এসেছে।

গত রোববার সিবিএসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এ সফরে ট্রাম্প ও ক্রাউন প্রিন্সের মধ্যে যুক্তরাষ্ট্র- সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে।

রিপোর্ট : অ. মৈ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ