ATN
শিরোনাম
  •  

২৩ আসনে ঐকমত্যে আসতে পারেননি বিএনপি, ৪০ টি পেতে পারে শরিকরা

         
২৩ আসনে ঐকমত্যে আসতে পারেননি বিএনপি, ৪০ টি পেতে পারে শরিকরা

২৩ আসনে ঐকমত্যে আসতে পারেননি বিএনপি, ৪০ টি পেতে পারে শরিকরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেমন হলো বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা? কিসের ভিত্তিতেই বা এই প্রার্থী বাছাই। কেনই বা বাদ পড়লো বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।

২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই এ নিয়ে সারাদেশে প্রতিক্রিয়া নেতা-কর্মীদের মধ্যে। কোথাও মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল। আবার কাঙ্খিত নেতা মনোনয়ন না পাওয়ায় আগুন জ্বালিয়ে কোথাও বা সড়ক অবরোধ করে কর্মী সমর্থকদের প্রতিবাদ।

বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান, সেলিম রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মনোনয়নই চাননি।

তবে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাসহ আরো কয়েকজন সিনিয়র নেতা দলীয় মনোনয়ন না পাওয়ায় আছে নানা আলোচনা জল্পনা-কল্পনা।

বিএনপি থেকে বিনোদন ও সঙ্গীত জগতের কয়েকজন তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও প্রাথমিক তালিকায় কারো নাম নেই। জনপ্রিয়তা, আন্দোলন সংগ্রামে ভূমিকাসহ চারটি বিষয়ে জরিপের ভিত্তিতেই এই তালিকা ঘোষণা করা হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই সদস্য।

প্রাথমিক তালিকায় না থাকা বেশিরভাগ নেতাই চুপ। প্রার্থী ঘোষনা না হওয়া ৬৩টি আসনের মধ্যে ২৩টি দলের এবং ৪০টি আসন বিগত দিনে আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য এমন আলোচনা বেশ জোরালো।

এদিকে দলের মহাসচিবও এক আবেগঘন ফেইসবুক স্ট্যাটাসে নিজের শেষ নির্বাচন বলে জানিয়েছেন। আর যাদের মনোনয়ন নেয়া হয়নি তাদের পরবর্তীতে যথাযথ মূল্যায়ণ ও সম্মান জানানোর কথাও বলেছেন এই স্ট্যাটাসে।

রিপোর্ট : ম. ই. মি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ