সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানের উত্তর করদোফানে সাধারণ মানুষের ওপর 'র্যাপিড সাপোর্ট ফোর্সেস' -'আরএসএফে'র ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে হামলা চালায় 'আরএসএফ'।
হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, নিরাপত্তাহীনতায় গত এক মাসে, উত্তর ও দক্ষিণ করদোফান থেকে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩৮ হাজার মানুষ।
এর আগে শিগগিরই ওই শহরটিতে হামলা চালানোর ঘোষণা দেয় 'আরএসএফ'। স্থানীয়দের শহর ছেড়ে যেতেও নির্দেশনা জারি করে তারা। বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালানো 'আরএসএফ' বাহিনীকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।
এদিকে, সুদানের আল-ফাশারে, আরএসএফের চালানো হামলার আলামত সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০২৩ সাল থেকে ভয়াবহ গৃহযুদ্ধের কবলে সুদান।
রিপোর্ট : রা. / সা. সি
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে হামলা চালায় 'আরএসএফ'।
হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, নিরাপত্তাহীনতায় গত এক মাসে, উত্তর ও দক্ষিণ করদোফান থেকে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩৮ হাজার মানুষ।
এর আগে শিগগিরই ওই শহরটিতে হামলা চালানোর ঘোষণা দেয় 'আরএসএফ'। স্থানীয়দের শহর ছেড়ে যেতেও নির্দেশনা জারি করে তারা। বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালানো 'আরএসএফ' বাহিনীকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।
এদিকে, সুদানের আল-ফাশারে, আরএসএফের চালানো হামলার আলামত সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০২৩ সাল থেকে ভয়াবহ গৃহযুদ্ধের কবলে সুদান।
রিপোর্ট : রা. / সা. সি
