নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ আজ। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, চলবে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার প্রায় ৫০ লাখ।
এখন পর্যন্ত চালানো বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তার হাউজিং, বিনামূল্যে গণপরিবহন সেবা ও সর্বজনীন শিশুযত্নের মতো নীতিগুলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে মামদানিকে জনপ্রিয় করে তুলেছে।
এছাড়া, ফিলিস্তিনিদের প্রতি তার স্পষ্ট সমর্থন সত্ত্বেও, প্রগতিশীল ইহুদি ধর্মযাজক ও বামপন্থী ইহুদি গোষ্ঠীগুলোও তাকে সমর্থন জানাচ্ছে। নির্বাচনে আরো লড়ছেন, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো।
এদিকে, নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের একদিন আগে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কুমো দক্ষ ও সফল রেকর্ডধারী একজন রাজনীতিক, আর ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি সেটি নন।
রিপোর্ট : রা. / সা. সি
এখন পর্যন্ত চালানো বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তার হাউজিং, বিনামূল্যে গণপরিবহন সেবা ও সর্বজনীন শিশুযত্নের মতো নীতিগুলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে মামদানিকে জনপ্রিয় করে তুলেছে।
এছাড়া, ফিলিস্তিনিদের প্রতি তার স্পষ্ট সমর্থন সত্ত্বেও, প্রগতিশীল ইহুদি ধর্মযাজক ও বামপন্থী ইহুদি গোষ্ঠীগুলোও তাকে সমর্থন জানাচ্ছে। নির্বাচনে আরো লড়ছেন, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো।
এদিকে, নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের একদিন আগে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কুমো দক্ষ ও সফল রেকর্ডধারী একজন রাজনীতিক, আর ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি সেটি নন।
রিপোর্ট : রা. / সা. সি
