ATN
শিরোনাম
  •  

নেপালের হিমালয়ে তুষারধসে ৫ বিদেশীসহ ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪

         
নেপালের হিমালয়ে তুষারধসে ৫ বিদেশীসহ ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪

নেপালের হিমালয়ে তুষারধসে ৫ বিদেশীসহ ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪

নেপালের হিমালয় অংশে তুষারধসে ৫ বিদেশী ও ২ নেপালিসহ ৭ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৪ জন।

নিহতদের মধ্যে ৩ জন ফরাসি পর্বতারোহী, একজন কানাডিয়ান, একজন ইতালীয় ও দুইজন নেপালি রয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮ টায়, দোলাখা জেলার রোলওয়ালিং পর্বতমালার ইয়ালুং রি বেস ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটে। এসময় ১৮ হাজার ৪৭০ ফুট উচ্চতায় আটকে পড়েন ১৫ পর্বতারোহী। যাদের মধ্যে পাঁচজন বিদেশী পর্বতারোহী এবং ১০ জন নেপালি উচ্চ-উচ্চতায় কর্মী ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তীব্র তুষারপাতের কবলে পড়ে পর্বতের ঢালে চাপা পড়েছিলেন তারা। বৈরি আবহাওয়ার তাদের আটকে পড়ার খবর পৌঁছতে দেরি হয়। বাধার মুখে পড়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ।

এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন নেপালি। নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার ও স্থলপথে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

রিপোর্ট : রা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ