বিএনপির ২৩৭ আসনের মনোনয়নে এক তৃতীয়াংশেরও বেশি নতুন মুখ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির মনোনয়ন তালিকার এক তৃতীয়াংশেরও বেশি প্রার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ২৩৭ আসনের এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রাধান্য পেয়েছেন দলটির বিগত ১৫ বছরের আন্দোলনের ত্যাগী নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত দলটির অনেক তরুণ নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে।
বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে ৯৬জন প্রার্থী প্রথমবারের মতো কোন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। রংপুর বিভাগে বিএনপির হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুর ৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। রংপুর বিভাগে ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১২টিতেই নতুন প্রার্থী দিয়েছে দলটি।
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ১৬টি আসনে ধানের শীষের নতুন প্রার্থী দেখবেন ভোটাররা। খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে ১০টি আসনে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। তবে নতুন প্রার্থী তালিকায় কিছুটা পিছিয়ে বরিশাল বিভাগ। এই বিভাগের ২১টি আসনের মধ্যে মাত্র তিনজন প্রথম বাড়ের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন।
ঢাকা বিভাগের ৮০টি সংসদীয় আসনের মধ্যে প্রাথমিক তালিকায় ১৮টি আসন ফাকা রেখেছে বিএনপি। বাকি আসনগুলোর মধ্যে ২১টি আসনে দেখা যাবে নতুন মুখ। এর মধ্যে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ঢাকা ১৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
বিএনপির মনোনয়ন পেয়েছেন বিগত মেয়র নির্বাচনের আলোচিত ও তরুণ নেতা মুখ ইসরাক হোসেন। সাবেক সংসদ সদস্য ও মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক লড়বেন, বাবার সংসদীয় আসন ঢাকা-৬ থেকে। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের বিপরীতে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুব নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
ময়মনসিংহের ২২টি সংসদীয় আসনের ৯টিতে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। সিলেটের ২০টি আসনে বিএনপির নতুন প্রার্থী ৭জন। এর মধ্যে সিলেট ২ আসনটিতে লড়ছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে প্রাথমিক তালিকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রথমবার নির্বাচনে প্রার্থী হতে যাওয়া ১৮জন নেতা। এই বিভাগের ফেনী ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।
এই বিভাগের তরুণ প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দলটির নির্বাহী কমিটির এই সদস্য লড়বেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে।
এদিকে বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে চার জনের নাম নেই প্রাথমিক প্রার্থী তালিকায়। ২১ জন ভাইস চেয়ারম্যানদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সাতজন। দলটির চেয়ারপার্সনের ৮১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর ২২ জন মনোনয়ন পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির ৬ যুগ্ম মহাসচিবের মধ্যে প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছেন ৩জন।
রিপোর্ট : আরাফাত সিদ্দিকী / সা. সি
বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে ৯৬জন প্রার্থী প্রথমবারের মতো কোন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। রংপুর বিভাগে বিএনপির হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুর ৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। রংপুর বিভাগে ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১২টিতেই নতুন প্রার্থী দিয়েছে দলটি।
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ১৬টি আসনে ধানের শীষের নতুন প্রার্থী দেখবেন ভোটাররা। খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে ১০টি আসনে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। তবে নতুন প্রার্থী তালিকায় কিছুটা পিছিয়ে বরিশাল বিভাগ। এই বিভাগের ২১টি আসনের মধ্যে মাত্র তিনজন প্রথম বাড়ের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন।
ঢাকা বিভাগের ৮০টি সংসদীয় আসনের মধ্যে প্রাথমিক তালিকায় ১৮টি আসন ফাকা রেখেছে বিএনপি। বাকি আসনগুলোর মধ্যে ২১টি আসনে দেখা যাবে নতুন মুখ। এর মধ্যে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ঢাকা ১৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
বিএনপির মনোনয়ন পেয়েছেন বিগত মেয়র নির্বাচনের আলোচিত ও তরুণ নেতা মুখ ইসরাক হোসেন। সাবেক সংসদ সদস্য ও মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক লড়বেন, বাবার সংসদীয় আসন ঢাকা-৬ থেকে। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের বিপরীতে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুব নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
ময়মনসিংহের ২২টি সংসদীয় আসনের ৯টিতে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। সিলেটের ২০টি আসনে বিএনপির নতুন প্রার্থী ৭জন। এর মধ্যে সিলেট ২ আসনটিতে লড়ছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে প্রাথমিক তালিকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রথমবার নির্বাচনে প্রার্থী হতে যাওয়া ১৮জন নেতা। এই বিভাগের ফেনী ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।
এই বিভাগের তরুণ প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দলটির নির্বাহী কমিটির এই সদস্য লড়বেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে।
এদিকে বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে চার জনের নাম নেই প্রাথমিক প্রার্থী তালিকায়। ২১ জন ভাইস চেয়ারম্যানদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সাতজন। দলটির চেয়ারপার্সনের ৮১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর ২২ জন মনোনয়ন পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির ৬ যুগ্ম মহাসচিবের মধ্যে প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছেন ৩জন।
রিপোর্ট : আরাফাত সিদ্দিকী / সা. সি
