ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন আসলাম চৌধুরীর সমর্থকরা
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকেরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিএনপির ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় সীতাকুণ্ড আসনে মনোনয়ন পান কাজী সালাউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে ভাটিয়ারি এলাকায় টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভে নামেন আসলাম চৌধুরীর সমর্থকেরা।
এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিএনপির ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় সীতাকুণ্ড আসনে মনোনয়ন পান কাজী সালাউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে ভাটিয়ারি এলাকায় টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভে নামেন আসলাম চৌধুরীর সমর্থকেরা।
এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
