ATN
শিরোনাম
  •  

বনশ্রীতে “সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট”-এর জমকালো উদ্বোধন

         
বনশ্রীতে “সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট”-এর জমকালো উদ্বোধন

বনশ্রীতে “সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট”-এর জমকালো উদ্বোধন

রাজধানীর খাদ্যপ্রেমীদের জন্য নতুন স্বাদের অভয়াশ্রম হিসেবে বনশ্রী মেইন রোডের এ ব্লকে উদ্বোধন হলো “সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্ট”। ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের এই নতুন ঠিকানায় মিলবে আসল স্বাদের কাবাব ও দেশীয় খাবারের বৈচিত্র্যপূর্ণ সমাহার।

রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা মো. মোসারফ হোসেন গাজী বলেন, “আমরা চাই, মানুষ ভালো খাবারের মাধ্যমে একত্রিত হোক এবং সমাজের জন্য কিছু করতে পারুক।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা রাজ রিপা ও সাহেদ শরীফ খান। তাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

গ্রাহকদের জন্য উদ্বোধনী সপ্তাহে থাকছে বিশেষ অফার-মাত্র ৬৯০ টাকায় কেজিপ্রতি রান্না করা গরুর মাংস।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রেস্টুরেন্টটি প্রতি শুক্রবার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করবে বলে জানানো হয়েছে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ