আফগানিস্তানের দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। মাত্র কয়েক মাস আগের ভয়াবহ ভূমিকম্পে দেশটির জনগণের চরম আতঙ্ক না কাটতেই আবারো ভূমিকম্প হলো।
আজ সোমবার সামাঙ্গন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাজার-ই-শরিফ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে সামাঙ্গান এবং বালখ প্রদেশে ২০ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া ৫৩৪ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি মাজার-ই-শরিফে বাসিন্দাদের রাস্তায় বেরিয়ে আসতে দেখেছেন এএফপির সাংবাদিক।
শহরটিতে ১৫ শতকের প্রত্নস্থান বিখ্যাত নীল মসজিদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
আজ সোমবার সামাঙ্গন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাজার-ই-শরিফ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে সামাঙ্গান এবং বালখ প্রদেশে ২০ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া ৫৩৪ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি মাজার-ই-শরিফে বাসিন্দাদের রাস্তায় বেরিয়ে আসতে দেখেছেন এএফপির সাংবাদিক।
শহরটিতে ১৫ শতকের প্রত্নস্থান বিখ্যাত নীল মসজিদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
