রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে একমত হওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। তবে এক্ষেত্রে উপদেষ্টা পরিষদকে রেফারির ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ৮ দলের শীর্ষ নেতারা।
সোমবার (৩ নভেম্বর) পল্টনে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে নেতারা এই কথা জানান। সংবাদ সম্মেলন করে ৫ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট ও অন্যান্য ইস্যুতে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে এক টেবিলে বসতে রাজি আছেন তারা। গণভোটের দিন নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : ফে. / সা. সি
সোমবার (৩ নভেম্বর) পল্টনে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে নেতারা এই কথা জানান। সংবাদ সম্মেলন করে ৫ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট ও অন্যান্য ইস্যুতে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে এক টেবিলে বসতে রাজি আছেন তারা। গণভোটের দিন নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : ফে. / সা. সি
