অর্থ পাচার: অনিল আম্বানির ৩ কোটির বেশি মূল্যে সম্পত্তি বাজেয়াপ্ত
ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি।
আজ দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাজেয়াপ্ত করা এসব সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের পালি হিলের বিলাসবহুল পারিবারিক আবাসন, দিল্লির রিলায়েন্স সেন্টার এবং দেশের অন্তত আটটি শহরের রিয়েল এস্টেট।
দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুণে, থানে, হায়দরাবাদ, চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জুড়ে এসব সম্পত্তি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অফিস, আবাসিক ইউনিট এবং জমির প্লট। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে গত ৩১ অক্টোবর এই বাজেয়াপ্তের নির্দেশ জারি করে সংস্থাটি।
এর আগে, ভারতের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
রিপোর্ট : রা. / সা. সি
আজ দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাজেয়াপ্ত করা এসব সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের পালি হিলের বিলাসবহুল পারিবারিক আবাসন, দিল্লির রিলায়েন্স সেন্টার এবং দেশের অন্তত আটটি শহরের রিয়েল এস্টেট।
দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুণে, থানে, হায়দরাবাদ, চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জুড়ে এসব সম্পত্তি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে অফিস, আবাসিক ইউনিট এবং জমির প্লট। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে গত ৩১ অক্টোবর এই বাজেয়াপ্তের নির্দেশ জারি করে সংস্থাটি।
এর আগে, ভারতের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
রিপোর্ট : রা. / সা. সি
