ATN
শিরোনাম
  •  

বাংলাদেশর গণতন্ত্র কোনদিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বচনের ওপর

         
বাংলাদেশর গণতন্ত্র কোনদিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বচনের ওপর

বাংলাদেশর গণতন্ত্র কোনদিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বচনের ওপর

বাংলাদেশ এখন সংকটময় মূহুর্তে দাঁড়িয়ে আছে। দেশ কোনদিকে যাবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া। যেখানে উঠে আসে ভোটকেন্দ্রের সহিংসতা থেকে উত্তোরনের কার্যক্রম।

ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশ সংকটময় মূহুর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে বাংলাদেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।

তিনি জানান, ত্রয়োদশ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ১০ লাখ কর্মী। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা এমনকি কারাগারে রয়েছেন যারা তারা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। থাকছে প্রাবাসীদের ভোট দানের নিশ্চয়তাও।

তবে, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

রিপোর্ট : মাহফুজা মোসলেহী / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ