কুয়াশায় মোড়া রাজশাহী, সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি
ভোর থেকে কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী। রাজশাহীতে আজ সোমবার (৩ নভেম্বর) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে। তবে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইছিল হালকা দমকা বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পর থেকেই ভোরবেলা হালকা শীত অনুভূত হচ্ছে, কুয়াশা পড়ছে শহরের সর্বত্র।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কুয়াশা পড়ছে এটি শীতের আগমনী বার্তা দিচ্ছে।
রাজশাহী অঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এভাবে তাপমাত্রা কমতে শুরু করায় স্থানীয়রা মনে করছেন, এবার শীত আগেভাগেই আসতে পারে।
রিপোর্ট এটিএন নিউজ : সা. সি
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এদিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রোববার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইছিল হালকা দমকা বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পর থেকেই ভোরবেলা হালকা শীত অনুভূত হচ্ছে, কুয়াশা পড়ছে শহরের সর্বত্র।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কুয়াশা পড়ছে এটি শীতের আগমনী বার্তা দিচ্ছে।
রাজশাহী অঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এভাবে তাপমাত্রা কমতে শুরু করায় স্থানীয়রা মনে করছেন, এবার শীত আগেভাগেই আসতে পারে।
রিপোর্ট এটিএন নিউজ : সা. সি
