ATN
শিরোনাম
  •  

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত, ৩ ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর

         
গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত, ৩ ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত, ৩ ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও, গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। তা সত্ত্বেও ৩ ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে 'হামাস'।

রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিন ইসরায়েলি বন্দির মৃতদেহ পৌঁছে দিয়েছে রেড ক্রস।

যুদ্ধবিরতির শর্ত অনুসারে, ইসরায়েলকে এখন ৪৫ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ ফেরত দিতে হবে। এর আগে রোববার জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, গাজায় আইডিএফের ওপর যেকোনো হামলা প্রতিহতে ইসরায়েল বদ্ধপরিকর।

এদিকে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। কথিত ইয়োলো লাইন অতিক্রম করায় ওই ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ৫০০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রিপোর্ট : সা. সি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ