চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর জয়ে ফিরলো হানসি ফ্লিকের দল। এলচের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ে লা লিগায় আবার দ্বিতীয় স্থানে ফিরলো বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনুজ্জ্বল স্পেনের ১৮ বছর বয়সী এই তারকা কিছুদিন ধরেই মাঠ ও মাঠের বাইরের ঘটনায় সমালোচনায় জেরবার। সেখান থেকে তার বেরিয়ে আসার দরকার ছিল। ঘরোয়া লিগে দুই মাস পর গোলের দেখা পেলেন লামিন ইয়ামাল। এলচের বিপক্ষে তার দেয়া ৯ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দুই মিনিটের মধ্যেই ফেরানে তোরেসের গোলে ব্যবধান হয় দ্বিগুন।
বিরতির আগে রাফা মিরের গোলে ব্যবধান কমায় এলচে। ৬১ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
রিপোর্ট :প. কু/টুবন
রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনুজ্জ্বল স্পেনের ১৮ বছর বয়সী এই তারকা কিছুদিন ধরেই মাঠ ও মাঠের বাইরের ঘটনায় সমালোচনায় জেরবার। সেখান থেকে তার বেরিয়ে আসার দরকার ছিল। ঘরোয়া লিগে দুই মাস পর গোলের দেখা পেলেন লামিন ইয়ামাল। এলচের বিপক্ষে তার দেয়া ৯ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দুই মিনিটের মধ্যেই ফেরানে তোরেসের গোলে ব্যবধান হয় দ্বিগুন।
বিরতির আগে রাফা মিরের গোলে ব্যবধান কমায় এলচে। ৬১ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
রিপোর্ট :প. কু/টুবন
